ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিএনপির প্রস্তাবের সঙ্গে ২০১৪ সালের ফরম্যাটের পার্থক্য নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
‘বিএনপির প্রস্তাবের সঙ্গে ২০১৪ সালের ফরম্যাটের পার্থক্য নেই’

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির দেওয়া প্রস্তাবের সঙ্গে ২০১৪ সালের ইসি গঠন সংক্রান্ত ফরম্যাটের কোনো পার্থক্য নেই বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

ঢাকা:  নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির দেওয়া প্রস্তাবের সঙ্গে ২০১৪ সালের ইসি গঠন সংক্রান্ত ফরম্যাটের কোনো পার্থক্য নেই বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে খুলনা ও বাগেরহাটের আইনজীবীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন আইনমন্ত্রী।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ২০১৪ সালে ইসি গঠন নিয়ে যে ফরম্যাট অনুসরণ করা হয়েছে, তার সঙ্গে বিএনপির দেওয়া  প্রস্তাবের কোনো পার্থক্য আছে বলে আমার চোখে ধরা পড়েনি। এরপরও যেহেতু রাষ্ট্রপতির সঙ্গে তারা (বিএনপি) দেখা করবেন, এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংল‍াদেশ ব্যাংকের চুরি যাওয়‍া রিজার্ভ উদ্ধার বিষয়ে ৩০ নভেম্বর দেশে ফিরেই জানানো হবে।  

২৬ নভেম্বর ফিলিপাইন সফরে যাচ্ছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।