ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সিএডি এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
শ্রীপুরে সিএডি এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো (সিএডি) গ্রাউন্ডের চারপাশের চার কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণ ও তাদের গৃহিতপালিত প্রাণী চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো (সিএডি) গ্রাউন্ডের চারপাশের চার কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণ ও তাদের গৃহিতপালিত প্রাণী চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।

 

আগামী ২৯ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় সিএডি’র অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাওনা বারতোপা গ্রামে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এলাকায় অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদির ধ্বংস কার্যক্রম চলবে। এ জন্য চারপাশে চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপদজ্জনক।

এমতাবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ পদক্ষেপ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।