ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুস্মিতা চক্রবর্তী (২৩) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুস্মিতা চক্রবর্তী (২৩) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুস্মিতা জেলা শহরের নগুয়া এলাকার স্বপন চক্রবর্তীর মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্রী।

কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি যশোদল রেলস্টেশন পার হচ্ছিল। এসময় পথচারী সুস্মিতা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, সুস্মিতা প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।