কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেরানীগঞ্জের কালিগঞ্জ তৈলঘাট থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও সুপারভাইজার মনিরুল ইসলাম। নৌ-পুলিশ ও আনসার সদস্যরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবারের এ অভিযানে নদীর তীর দখল করে গড়ে ওঠা ৪৫টি টং ঘর, ১০টি খাবার হোটেল, একটি জেনারেটর ঘর ও একটি গ্যারেজ উচ্ছেদ করা হয়।
নদীর তীর দখলমুক্ত রাখতে অভিযান চালানো হলেও দুর্বত্তরা তীর দখল করে ভাড়া আদায় করে। এসব দখলদারদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিএসকে/এসআই