ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জেএসডি’র প্রতিবাদ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জেএসডি’র প্রতিবাদ কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৬ নভেম্বর (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সভাপতি আ স ম আব্দুর রব।

বাগেরহাট: ২৬ নভেম্বর (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সভাপতি আ স ম আব্দুর রব।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাটে পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক ফাউন্ডেশনে সভা করতে না পেরে শহরের দশানীর সার্কিট হাউজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সুন্দরবন রক্ষায় কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপাল থেকে সরিয়ে নেওয়ার দাবিতে এ সমাবেশ করার কথা ছিল।

বাগেরহাট সার্কিট হাউজে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-আ স ম আব্দুর রব, জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সিনিয়র সহ সভাপতি এম এ গোফরান, সহ সভাপতি তানিয়া ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, জেএসডির বাগেরহাট জেলা সভাপতি শেখ নজরুল ইসলাম।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, সুন্দরবন রক্ষায় কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপাল থেকে সরিয়ে নেওয়ার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাংস্কৃতিক ফাউন্ডেশনে সমাবেশের কথা ছিলো। কিন্তু পূর্ব ঘোষিত সমাবেশ স্থলে বাগেরহাট জেলা তাঁতীলীগ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দাবিতে সমাবেশ ডাকলে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন দুই পক্ষের কাউকেই সাংস্কৃতিক ফাউন্ডেশনে সমাবেশ বা মিছিলের অনুমতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।