রাঙামাটি: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি প্রদনেন্দু চাকমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শামছুজ্জামান বাপ্পী বাংলানিউজকে বলেন, আমাদের এক দফা এক দাবি একটি স্থায়ী ক্যাম্পাস। আর এ স্থায়ী ক্যম্পাস আমরা যতদিন পাবো না ততোদিন আমাদের আন্দোলন চলবে।
একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থায়ী ক্যাম্পাস না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি দিয়েছি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রদনেন্দু চাকমার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এসএইচ