হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ২৫ হাজার ৫শ’ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাংলাদেশি হলেন- হাকিমপুর উপজেলার ছাতনি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩২)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, বিকেলে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ২৫ হাজার ৫শ’ ভারতীয় রুপি পাচারের সময় শফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি মোবাইলের সিম কার্ডও পাওয়া যায়।
অপরদিকে, একই সময় ওই এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় আব্দুল মাহিন নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। তিনি সিলেটের হবিগঞ্জ উপজেলার বেটাখাল গ্রামের আব্দুল তাহিদের ছেলে আব্দুল মাহিন (৩৫)।
পরে সন্ধ্যায় তাদের দু’জনকে হাকিমপুর থানায় সোপর্দ কর হয়। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/এমজেএফ