ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে নোয়াখালীতে আলোর মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নারী নির্যাতন প্রতিরোধে নোয়াখালীতে আলোর মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি ও একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি ও একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের নারী সদস্য, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ দুই শতাধিক নারী অংশ নেন।

পরে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, ঘরণী, প্রাণ, রেডক্রিসেন্ট ইয়ুথ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, এসো গড়িসহ বিভিন্ন সংগঠনও অংশ নেয়।

সমাবেশে সুশাসন ও মানবাধিকার সুরক্ষা কমিটির সভাপতি আবদুল জলিল চেয়ারম্যান, ইউপি নারী সদস্য রওশন আক্তার লাকী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিণ আক্তার, নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার আহ্বায়ক মোল্লা হাবিবুর রাছুল মামুন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি গোলাম আকবর, এনআরডিএসের কর্মকর্তা অমল কৃষ্ণ অধিকারী, নারীনেত্রী পপি রহমান ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।