ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ শোভাযাত্রা ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বগুড়া: ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সাতমাথা থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া লেখকচক্রের সভাপতি ইসলাম রফিক, মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান মিঠু, গীতিচর্চা সঙ্গীতালয়ের সভাপতি তাপসী দে, শব্দ কথন সাহিত্য আসরের সভাপতি আব্দুল বাছেদ তনু, সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, এইচ আলিম, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্ণিমা, প্রকাশ শৈলীর ঈমামুল হুদা বিপ্লব, লুবনা জাহান, বগুড়া নাট্যদলের সভাপতি আহছানুল হক দুলাল, সিক্তা কাজল, আমির খসরু সেলিম, আব্দুল খালেকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬

এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।