ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোমবার সিআরপিতে নেওয়া হবে নার্গিসকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সোমবার সিআরপিতে নেওয়া হবে নার্গিসকে

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত খাদিজা আক্তার নার্গিসকে সোমবার (২৮ নভেম্বর) সিআরপিতে নেওয়া হবে।

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত খাদিজা আক্তার নার্গিসকে সোমবার (২৮ নভেম্বর) সিআরপিতে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে নার্গিসের বাবা মাসুক মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

মাসুক মিয়া বাংলানিউজকে বলেন, নার্গিসের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সে দুই হাত এবং দুই পা নাড়াচাড়া করতে পারে। এছাড়া শোয়া থেকে ধরে উঠালে বিছানা ও হুইল চেয়ারে বসে থাকতে পারে। কিন্তু হাঁটতে পারে না।

সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাই (সিআরপি)। সিআরপি বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী ফিজিওথেরাপি সংগঠন। এর মূল কাজ শারীরিকভাবে অক্ষমদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা। ১৯৭৯ সালে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।