ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ২৮ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ২৮ জন আটক

দিনাজপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ৩৮০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, ১৫৫ লিটার চোলাই মদ ও ২ দশমিক ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ৩৮০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, ১৫৫ লিটার চোলাই মদ ও ২ দশমিক ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য মো. রাশেদ বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে ১৬টি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।