ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় উদীচীর সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
মাগুরায় উদীচীর সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘চেতনার শিখা জ্বলুক হৃদয়ে হৃদয়ে’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠী মাগুরা জেলা শাখার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা: ‘চেতনার শিখা জ্বলুক হৃদয়ে হৃদয়ে’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠী মাগুরা জেলা শাখার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন।

সংগঠনের জেলা সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য কিশোরী মোহন সাহা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাকিল অরন্য ও হাবিবে জহির প্রমুখ।

পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাতে উদীচীর কেন্দ্রীয় নেতারা ও জেলা কমিটির সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।