গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রলি চাপায় মো. হাবিবুর রহমান হাবিব (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের বাসভবন সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর শহরের মৌলভীপাড়ার আব্দুল জব্বারের ছেলে। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এলএলবি (পাস) কোর্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন হাবিবুর। পথে জেলা প্রসাশকের বাসভবনের সামনের সড়কে পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যান হাবিবুর। এ সময় একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলি ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং শহরের মধ্যে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসকের বাসভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
সমাবেশে বক্তব্য রাখেন- আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিউর রহমান, একই বিভাগে শিক্ষক মানছুরা খানম, রূবায়েত হাসান, বিশ্ববিদ্যালয়ের স্টেট কর্মকর্তা তসলিম আহম্মেদ, শিক্ষার্থী মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, ফারজানা ইসলাম তন্নি, বিভূতিভূষণ বিশ্বাস, তাহমিনা আকতার।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে/আরএইচএস