রাঙামাটি: রাঙামাটিতে দু’দিনব্যাপী দ্বিতীয় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিমির চাকমার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ, ভারতের ত্রিপুরা রাজ্যের লেখক অ্যাডভোকেট মঙ্গল দেব বর্মনসহ বিশিষ্ট আদিবাসী লেখকরা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লেখকদের একটি সংকলনের মোড়ক উম্মোচন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম আদবাসী লেখক ফোরামের আয়োজনে এ সম্মেলনে তিন পার্বত্য জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের শতাধিক লেখক-লেখিকা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরবি/এসএইচ