রাঙামাটি: রাঙামাটিতে উদীচীর দুই দিনব্যাপী ষষ্ঠ জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি শংকর শাওজাল সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শংকর শাওজাল।
আরো বক্তব্য রাখেন- জেলা সিপিবির সভাপতি সমীর কান্তি দে, খেলাঘর আসর জেলার সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কালায়ন চাকমা, উদীচী ঢাকা অঞ্চলের আহ্বায়ক প্রান্ত সাহা, কাপ্তাই উপজেলার উদীচীর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উদীচী রাঙামাটি সরকারি কলেজের আহ্বায়ক শাওন বিশ্বাস, উদীচী রাঙামাটি মহিলা কলেজের আহ্বায়ক চায়না পাটোয়ারী প্রমুখ।
বিকেলে সম্মেলনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৬ নভেম্বর সকালে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে