ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ৫ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
সুন্দরবনে ৫ ভারতীয় জেলে আটক

সুন্দরবনের বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের অভিযোগে পাঁচ ভারতীয় জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

সাতক্ষীরা: সুন্দরবনের বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের অভিযোগে পাঁচ ভারতীয় জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে মাছ ধরা ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক ভারতীয় জেলেরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার মুড়াখালী গ্রামের মৃত জিল্লুর সরদারের ছেলে হোসেন সরদার, একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল্লাহ সরদার, জামাল সরদারের ছেলে খায়রুল সরদার, হারা সরদার ও নাতি কারিমুল্যা সরদার।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে বাংলাদেশের জলসীমায় টহল দেওয়ার সময় একটি মাছ ধরার ট্রলারসহ পাঁচ ভারতীয় জেলেকে আটক করা হয়।

পরে ওই জেলেদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে  (বিএসএফ) হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।  
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।