ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাবিতে শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগ কর্মী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
রাবিতে শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগ কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবীকে উত্ত্যক্ত করায় আলী আহসান নাহিদ নামে এক শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের এক কর্মী।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবীকে উত্ত্যক্ত করায় আলী আহসান নাহিদ নামে এক শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের এক কর্মী।

 

 
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাহিদ রাবির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তাওশিক তাজের বান্ধবী তার বান্ধবীদের সঙ্গে শহীদ মিনার চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নাহিদ ওই ছাত্রীদের লক্ষ্য করে অশ্লীল কথা বলেন।

খবর পেয়ে তাজ ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পেরে নাহিদকে ডেকে মারধর করেন।

নাহিদের সহপাঠীরা জানান, নাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাম চোখে ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।

এ বিষয়ে ছাত্রলীগ কর্মী তাজ জানান, তার বান্ধবীকে উত্ত্যক্ত করায় নাহিদকে ডেকে তিনি বিষয়টি জানতে চান। এতে নাহিদ উত্তেজিত হয়ে তেড়ে আসেন। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে তিনি নাহিদকে দুটি চড় মেরেছেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।