ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৯ নভেম্বর ডিআরইউতে মেসবাহ আহমেদের গজলসন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
২৯ নভেম্বর ডিআরইউতে মেসবাহ আহমেদের গজলসন্ধ্যা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় গজলশিল্পী মেজবাহ আহমেদের একক গজলসন্ধ্যা। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় গজলশিল্পী মেজবাহ আহমেদের একক গজলসন্ধ্যা।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, ডিআরইউ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে ওইদিন সন্ধ্যা ৭টায় এ গজলসন্ধ্যা শুরু হবে। উপমহাদেশের জনপ্রিয় গজলের পাশাপাশি তার মৌলিক কিছু গানও পরিবেশন করবেন মেসবাহ।

মেসবাহ আহমেদ বাংলদেশে একমাত্র গজলশিল্পী যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিংয়ের শিষ্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সংগীতের এ ধারাটিতে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

দেশের সেরা শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও মেসবাহ আহমেদের গুরু।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।