ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিস অনেকটা সুস্থ হয়েছে উঠেছে। শিগগির তাকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন, হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি জানান, খাদিজার এখন শঙ্কামুক্ত। নিজে হাতে খেতে পারছেন, স্বাভাবিক কথা বলছেন, তাকে ধরে রাখলে হাঁটতে পারছেন। শিগগির তাকে রিলিজ দেওয়া হবে। তবে তার বাম হাত ও বাম পায়ের নড়াচড়া স্বাভাবিক হতে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে।
নাজিম উদ্দিন আরও বলেন, খাদিজা বর্তমানে নিউরোলজি বিভাগের চিকিৎসক ডা. এবিএম রেজাউল ছাত্তারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরএটি/জিপি/এটি