ঢাকা: সিলেটে বখাটের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসকে সোমবার (২৬ নভেম্বর) ছাড়পত্র দিচ্ছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে নার্গিসের বাবা মাসুক মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নার্গিসকে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-এ (সিআরপি) পাঠানো হবে। আজ (শনিবার) সকালে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ’
এর আগে নার্গিসের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই সময় ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, ‘বর্তমানে নার্গিস শঙ্কামুক্ত। তিনি নিজে হাতে খেতে পারছেন, স্বাভাবিক কথা-বার্তাও বলছেন, তাকে ধরে রাখলে হাঁটতে পারছেন। দুই এক দিনের মধ্যে তাকে রিলিজ দেওয়া হবে। ’
আরও পড়ুন: শিগগির বাড়ি ফিরবে খাদিজা
সংবাদ সম্মেলনে নার্গিসও উপস্থিত ছিলেন। এ সময় তার পুরোপুরি সুস্থতার জন্যে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে হাসপাতাল সূত্র বলছে, স্কয়ার হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর থেরাপির জন্যে সাভারের সিআরপিতে ভর্তি করা হবে নার্গিসকে।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরএটি/ এমএ