বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে চোরাচালান ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আট চোরাকারবারী আহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় সীমান্তবর্তী বেনাপোল ইউনিয়নের বড়আঁচড়া দক্ষিণপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা আহতদের মধ্যে সাতজনকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত চোরাকারবারীরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া দক্ষিণপাড়া গ্রামের সুভাসের ছেলে সুমন (৩২), সুজন (৩০), পলাশ (২৮) ও শিমুল (২৩), একই গ্রামের আবুল কাশেমের ছেলে কালু (৪৫) ও ইমাদুল (৪০), ইমাদুলের স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে রিমা (২২)।
স্থানীয়রা জানায়, সম্প্রতি চোরাকারবারী সুজন চোরাচালান পণ্যসহ কালু নামে এক চোরাকারবারী বিজিবির হাতে ধরিয়ে দেয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার ভোরে এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পরিবারের নারীসহ আটজন ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন।
বেনাপোল পোর্টথানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর, ২৬, ২০১৬
এজেডএইচ/বিএসকে