ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে জাল ভারতীয় মুদ্রাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
শিবগঞ্জে জাল ভারতীয় মুদ্রাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রাসহ মো. হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রাসহ মো. হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আটক হাবিবুর রহমান উপজেলার সাহাপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাবের একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় জাল ৫০ হাজার ভারতীয় মুদ্রা (রুপি), তিনটি মোবাইল ফোন সেট, তিনটি সীমকার্ড ও নগদ ১১ হাজার ৩শ’ টাকাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।