ঢাকা: মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
যতদিন ওই দেশের পরিস্থিতিতে পরিবর্তন না আসছে ততদিন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহবান জানান তিনি।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে তিনি এ আহ্বান জানান।
সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করার দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
তিনি বলেন, মানবতার জায়গা থেকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিতে বাংলাদেশের বর্ডার খুলে দিন।
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান কাদের সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএফআই/এটি