ঢাকা: ‘আসসালামু আলাইকুম, আপানারা সবাই আমার জন্য দোয়া করেছেন। আমার জন্য আরও দোয়া করবেন।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন সিলেটে বখাটের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিস।
সুস্থ হওয়ার পর এই প্রথম জনসম্মুখে কথা বলেছেন তিনি। এর আগে অবশ্য তার সুস্থ হয়ে ওঠার খবর জানান তার স্বজনেরা।
খাদিজা আক্তার নার্গিস বলেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়েছি। আরও দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে পারি।
‘স্কয়ার হাসপাতালের ডাক্তারদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ,’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, নার্গিস এখন শঙ্কামুক্ত। তিনি নিজ হাতে খেতে পারছেন, স্বাভাবিক কথা-বার্তা বলছেন, তাকে ধরে রাখলে হাঁটতেও পারছেন। দুই এক দিনের মধ্যে তাকে রিলিজ দেওয়া হবে।
এদিকে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে নার্গিসের বাবা মাসুক মিয়া বলেন, সোমবারই নার্গিসকে রিলিজ দেওয়া হবে।
এর আগে সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন বদরুল নামে এক বখাটে।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা। বর্তমানে কারাগারে রয়েছেন বখাটে বদরুল।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরএটি/জিপি/এমএ
** সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন নার্গিস (ভিডিও)
** শিগগির বাড়ি ফিরবে খাদিজা