ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলিতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
হিলিতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেস্বর) বিকেল ৫টায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা ‍হয়।

স্থানীয়রা জানান, দুদিন আগে ওই বৃদ্ধ হিলি বাজারের খাদ্যগুদামের বারান্দায় আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন ও স্থানীদের কাছ থেকে খাবার চেয়ে খেতেন। শনিবার দুপুরের পরও তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে পুলিশে খবর দেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার (২৭ নভেম্বর) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরো জানান, যেহেতু তার কোনো আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। ফলে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য দিনাজপুর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭  ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।