মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।
স্থানীয় পাটগ্রাম অনাথবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, সিভিল সার্জন ডা. ইমরান আলী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রঞ্জিত কুমার মন্ডল, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সাইফুল হুদা চৌধুরী শাতিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মঈনুল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তারাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, হরিরামপুরে বাল্যবিয়ে হলে কোনো জরিমানা না করে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্কুল-কলেজের ছাত্রীদের বাল্যবিয়ের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া কাজীরা প্রকৃত বয়স যাচাই ছাড়াই বিয়ে পড়ালে তাদেরও আইনের আওতায় আনার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর