ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় সংসদ সদস্য রহিম উল্যাহর হামলায় সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ কাজে নিয়জিত বিশ্বব্যাংক প্রতিনিধিসহ দু'জন আহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মতিগগঞ্জের পালগিরি এলাকায় নির্মাণাধীন সাইক্লোন শেল্টার সেন্টারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রকৌশলী গোলাম রব্বানী ও বিশ্বব্যাংক প্রতিনিধি মো. মহসিন।
ওই সাইক্লোন শেল্টার সেন্টারের কাজ করছে এস এস ই জয়েন ভেনচার নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের প্রকৌশলী আহত গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, শেল্টার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনে সংসদ সদস্যের নাম না দেওয়ায় তিনি আমাদের ওপর হামলা চালিয়েছেন। সেই সঙ্গে শেল্টার সেন্টার নির্মাণ কাজও বন্ধ করে দিয়েছেন।
মারধরের অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য রহিম উল্যাহ জানান, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার পর ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল অামিরুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় সাতটি সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআই