ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুর সাহিত্য পরিষদের সভাপতি আফতাব, সম্পাদক সুনীল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রংপুর সাহিত্য পরিষদের সভাপতি আফতাব, সম্পাদক সুনীল

ঐতিহ্যবাহী রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। ৩২ সদস্যের কার্যকরী কমিটিতে আফতাব হোসেন সভাপতি, সুনীল সরকার সাধারণ সম্পাদক ও হেলেন আরা সিডনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রংপুর: ঐতিহ্যবাহী রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। ৩২ সদস্যের কার্যকরী কমিটিতে আফতাব হোসেন সভাপতি, সুনীল সরকার সাধারণ সম্পাদক ও হেলেন আরা সিডনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকালে রংপুর টাউন হলে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ছাড়াও ২২ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ২১ সদস্যের শুভার্থী পরিষদ গঠন করা হয়।

পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বাত্ত্বিক শাহ আল মারুফ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক হাসনা হেনা রোজী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।