ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চার বছরের হাতি দিয়ে চাঁদাবাজি!(ভিডিওসহ)

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
চার বছরের হাতি দিয়ে চাঁদাবাজি!(ভিডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সার্কাসের হাতি, নিয়ে এসেছে শহরে। আর সেই হাতি দিয়েই দেদারছে চলছে চাঁদাবাজি। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় দোকানে দোকানে...

ঢাকা: সার্কাসের হাতি, নিয়ে এসেছে শহরে। আর সেই হাতি দিয়েই দেদারছে চলছে চাঁদাবাজি।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় দোকানে দোকানে হাতির বাচ্চাকে ‘অস্ত্র’ বানিয়ে চলছে এ তিনব্যক্তির চাঁদাবাজি।

প্রশিক্ষণ দিয়ে চাঁদাবাজির উপযোগী করে তোলা হয়েছে চার বছর বয়সী হাতিটিকে।

এক দোকান থেকে অ‍ারেক দোকান, এরপর ইঙ্গিত দিচ্ছেন মাহুত, সে অনুযায়ী শুঁড় তুলছে হাতিটি। যতোক্ষণ না টাকা দিচ্ছে ততোক্ষণ মাহুত বাধ্য করছেন দাঁড়িয়ে থাকতে।

কথা না শুনলে লাঠির আঘাত এবং আরেকটি লাঠির মাথায় ধারালো লোহার সুঁচ দিয়ে হানা! কখনও কখনও চিৎকার দিচ্ছে হাতিটি!
বাধ্য হয়ে শুনতে হচ্ছে মাহুতের ইশারা! পর্যায়ক্রমে তিন মাহুতই হাতিটিকে দিয়ে চাঁদাবাজি করেছেন।

এসময় অনেকেই বলাবলি করছিলেন, এটা চাঁদাবাজি। এ বাচ্চা হাতিটিকে দিয়ে চাঁদাবাজি ঠিক নয়, যেভাবে সুঁচ দিয়ে আঘাত করা হচ্ছে, তা খুবই অমানবিক।

সেনপাড়া আদর্শ স্কুলের সামনে একটু পর মাহুত বদল হলো। সে সময় একজন জানালেন, এটি জামালপুরের স্বাধীন বাংলা সার্কাসের হাতি, বয়স তার চার বছর।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমআইএইচ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।