সৈয়দপুর (নীলফামারী): অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে জনপ্রতিনিধি, আইনজীবী ও পুলিশ প্রশাসনের ভূমিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিনা আক্তার, আকরাম হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, ভূমি জরিপ বিচারক মোত্তাহিদা হোসেন, লিগ্যাল এইড অফিসার সহকারী জজ অমিত কুমার বিশ্বাস, পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার, ডিবি ওসি শাহজাহান পাশা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি