ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহুবলে ত্রিপুরাদের চিকিৎসাসেবায় ভ্যান প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বাহুবলে ত্রিপুরাদের চিকিৎসাসেবায় ভ্যান প্রদান ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দুর্গম কালিগজিয়া ত্রিপুরা পল্লীর অধিবাসীদের চিকিৎসাসেবার জন্য একটি ভ্যান দিয়েছেন স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরী।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দুর্গম কালিগজিয়া ত্রিপুরা পল্লীর অধিবাসীদের চিকিৎসাসেবার জন্য একটি ভ্যান দিয়েছেন স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরী।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে স্থানীয় আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতাদের কাছে উন্নতমানের একটি ভ্যান হস্তান্তর করেন তিনি।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, ত্রিপুরা পল্লীর বাসিন্দা,  স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ভ্যান পেয়ে আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতারা সন্তোষ প্রকাশ করে জানান, এ ভ্যান তাদের অনেক উপকারে আসবে। এ পল্লীর কেউ অসুস্থ হলে তাকে দ্রুত  ভ্যানে করে উপজেলা শহরে নিয়ে যাওয়া সম্ভব হবে।

ত্রিপুরা পল্লীর বাসিন্দারা জানান, এখান থেকে জেলা ও উপজেলা শহরে যোগাযোগ বেশ কঠিন। পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল দুস্কর। ফলে পায়ে হেঁটে তাদের চলাচল করতে হয়। ফলে কেউ অসুস্থ হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই।

এ ব্যাপারে সংসদ সদস্য কেয়া চৌধুরী বাংলানিউজকে জানান, তৃণমূল জনগণের স্বার্থে তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।