ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অবসর মানেই জীবনের শেষ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
‘অবসর মানেই জীবনের শেষ নয়’

অবসর মানেই জীবনের শেষ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের...

ঢাকা: অবসর মানেই জীবনের শেষ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অবসর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অবসর গ্রহণ মানেই জীবনের শেষ নয়, নতুন কোনো যাত্রা শুরু করা। অনেক সময় দেখা যায়, এ যাত্রাই জীবনের মূলযাত্রা হয়ে দাঁড়িয়েছে। তাই, অবসরের পরের জীবনকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা উচিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রশাসনের ক্যাডারদের নানা ভোগান্তিতে পড়তে হয়। আর এ কারণে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছি। গ্রেফতার হয়েছি। জেলও খেটেছি’।

তিনি আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি খুব জরুরি। অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না। এখন ৫৯ বছরে অবসর গ্রহণ করেন সরকারি চাকরিজীবীরা। ৫৯ বছরে কিন্তু মানুষের কর্মক্ষমতা শেষ হয়ে না। তাই, অবসরের পরও প্রশাসনের ক্যাডারদের কিভাবে কাজে লাগানো যায়, তা ভাবতে হবে’।

সংগঠনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ইউএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।