ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলোকিত হলো শেরপুরের ৭ গ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আলোকিত হলো শেরপুরের ৭ গ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শেরপুর উপজেলার সাত গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার সাত গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে।

 

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান সুইচ টিপে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

গ্রামগুলো হলো- শ্যামনগর, ঘাত্তাপাড়া, ফুলজোড়, চকনশি, শ্যামপুর, শালফা ও ভিটেরবাড়ি।  
 
বিশালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জেসমিন আক্তারের সভাপতিত্বে শ্যামনগর স্কুল মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। সবখানেই সমভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে। গ্রামে-গঞ্জে কাঁচা রাস্তা থাকবে না। পরিকল্পনা মাফিক সব কাজ চলছে। এ জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে।    
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল্লাহ আলামিন চৌধুরী, আ.লীগ নেতা মোসলেম উদ্দিন, সোহরাব আলী, হাফিজুর রহমান, রইস উদ্দিন মিয়া, শাহজাহান আলী সাজা, জাহেদুর রহমান, জুলফিকার আলী সঞ্জু, নুরুল ইসলাম জিন্নাহ ফকির, কৃষকলীগ নেতা আশরাফুল আলম আইয়ুব খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।