গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের চাষ করা রোপা আমন ধান কাটা তৃতীয় দিনের মতো শেষ হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কাটা ৬৭ বস্তা ধান সাঁওতাল নেতা আনসেল হ্রেমব্রমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এরআগে বৃহস্পতিবার প্রথমদিনে আড়াই একর জমির ২৬ বস্তা ধান ১৭ জন সাঁওতালের কাছে ও শুক্রবার ৫৬ বস্তা ধান বুঝিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত তিনদিনে সাড়ে ২১ একর জমির ১৪৯ বস্তা ধান দেওয়া হলো সাঁওতালদের।
রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, শনিবার চিনিকলের শতাধিক শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমে খামারের প্রায় ১০ একর জমির ধান কেটেছেন। পরে মাড়াই করা ৬৭ বস্তা ধান তালিকা অনুযায়ী সাঁওতাল নেতা আনসেল হ্রেমব্রমকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ