বরগুনা: শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন চন্দ্রের সভাপতিত্বে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা, সরকারি কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও অবসর গ্রহণের এক বছরের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকি, তাহলে তাদের কেন অবহেলা করা হচ্ছে। অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পরে তারা বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জিপি/এসআই