ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোমবার মানিকছড়িতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
সোমবার মানিকছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার (২৮ নভেম্বর) মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হবে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার (২৮ নভেম্বর) মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হবে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে সংগঠনের খাগড়াছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারিপাড়া গ্রামে গভীর রাতে মুখোশপড়া একদল দুর্বৃত্ত ওই নারীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে মানিকছড়ি থানায় মামলা করেন ওই নারী।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।