কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন দিনব্যাপী কমিউনিটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনে এ প্রশিক্ষণ শুরু হয়।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণে উপজেলার প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। তাদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান প্রমুখ।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, উপজেলা পরিষদের উদ্যোগে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে অন্তত ৬০০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর