ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাবিপ্রবি’তে ধর্মঘটের ডাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাবিপ্রবি’তে ধর্মঘটের ডাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্থায়ী ক্যম্পাসের দাবিতে ২৮ নভেম্বর থেকে অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন রাবিপ্রবির শিক্ষার্থীরা।

রাঙামাটি: স্থায়ী ক্যম্পাসের দাবিতে ২৮ নভেম্বর থেকে অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন রাবিপ্রবির শিক্ষার্থীরা।

রোববার (২৭ নভেম্বর) জেলা প্রশাসন প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামছুজ্জামান বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোরশেদুল আমীন রিজওয়ান, মঞ্জুরুল আলম, মাসুদ বুলবুল, শিহাব মাহমুদ ও ছাত্রী সায়দা জান্নাত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের দু’টি বিভাগের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসে নানা সমস্যার মধ্যে দিয়ে শ্রেণির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

এর মধ্যে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা ও রাস্তা-ঘাটে ছাত্রীদের যৌন হয়রানির শিকার হতে হয় বলে জানান তারা।  

দাবি পূরণের জন্য পরবর্তী সময়ে আমরণ অনশন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।