গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সাজেদুল করিম লিখন (৩৯) মারা গেছেন।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাজেদুল করিম লিখন সাদুল্যাপুর উপজেলার ইসবপুর (জগদপার) গ্রামের মোফাজ্জল হকের ছেলে।
স্থানীয়রা জানান, ২৫ নভেম্বর সন্ধ্যায় সাজেদুল তার জমিতে বালু ফেলতে যান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে বালু ফেলতে বাঁধা দেয়। এতে সাজেদুলের কোমরে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান তিনি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, সাজেদুলের পরিবারের সঙ্গে প্রতিবেশী লতিফের পরিবারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার ভোরে দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি