ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিআইপি-ওয়াটারএইডের গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিআইপি-ওয়াটারএইডের গোলটেবিল বৈঠক

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পয়নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পয়নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলামটরের প্ল্যানার্স টাওয়ারে বিআইপি’র সেমিনার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. এ কে এম আবুল কালামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

আর বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুজিবর রহমান। –বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।