ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এএসআই’র ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএসআই’র ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে পুলিশের সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করার ঘটনায় রোববার (২৭ নভেম্বর) বিকেলে এখলাস হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাজশাহী: রাজশাহীতে পুলিশের সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করার ঘটনায় রোববার (২৭ নভেম্বর) বিকেলে এখলাস হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  

পরে ওই মামলায় তাকে বিকেলেই আদালতে পাঠানো হয়।

অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।  

এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে পুলিশ কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের করা হয়। মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ান কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি হুমায়ান কবির জানান, ওই মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। এএসআই শামিউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।  

এর আগে শনিবার বিকেলে মতিহার থানার এএসআই শামিউল হককে কুপিয়ে জখম করে মতিহারের খোঁজাপুর এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ীরা। পরে আহত শামিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।