ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড পাচ্ছেন বাড়ির মালিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড পাচ্ছেন বাড়ির মালিক

সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড পাচ্ছেন ছাদ বাগানের সেরা দশ মালিক। রোববার (২৭ নভেম্বর) সবুজ ঢাকা নামে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা: সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড পাচ্ছেন ছাদ বাগানের সেরা দশ মালিক।

রোববার (২৭ নভেম্বর) সবুজ ঢাকা নামে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার অধিবাসী বাড়ির মালিকদের ছাদ বাগান নির্মাণে উদ্ধুদ্ধ করতে সবুজ ঢাকা এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। অ্যাওয়ার্ডের জন্য বাড়ির মালিকরা তার ছাদ বাগানের ছবি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকারীদের মধ্যে থেকে সেরা দশ ছাদ বাগানের মালিককে দেওয়া হবে ‘সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড’।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্র্রেসক্লাবে সকাল ১১টায় এ সংক্রান্ত সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

‘ঢাকা বাঁচুক সবুজে, আমরা বাঁচবো ঢাকাতে’ এ স্লোগানে নগরবাসীকে সচেতন করতে কাজ করে যাচ্ছে সবুজ ঢাকা সংগঠনটি। ঢাকা সিটি করপোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সবুজ ঢাকার আয়োজনে ৩৬টি ওয়ার্ডে ১৯ হাজার টবে গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন মেয়র আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।