নেত্রকোনা: শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক সমিতির নেতাকর্মীরা।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরীর হাতে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাছান বাংলানিউজকে বলেন, সংগঠনের পদবী থেকে তাদের স্বাক্ষরিত স্মারকলিপিটি ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা, সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়া ও অবসর গ্রহণের এক বছরের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/আরএ