ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরামের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
মুন্সীগঞ্জে গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরামের সভা

সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রমের আওতায় সরকারি ক্রয়কারী এবং কন্ট্রাক্টদের নিয়ে জেলা পর্যায়ে গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরাম গঠন করা হচ্ছে।

মুন্সীগঞ্জ: সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রমের আওতায় সরকারি ক্রয়কারী এবং কন্ট্রাক্টদের নিয়ে জেলা পর্যায়ে গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরাম গঠন করা হচ্ছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬০তম গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরামের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চোধুরী।

বিশেষ অতিথি ছিলেন- মহাপরিচালক সিপিটিই জনাব মো. ফারুক হোসেন, সিভিল সার্জন মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হারুন অর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।