ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক ডা. আব্দুল মোতালেব খান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ভাষা সৈনিক ডা. আব্দুল মোতালেব খান আর নেই ডা. আব্দুল মোতালেব খান

ভাষা সৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

সিরাজগঞ্জ: ভাষা সৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের জামাতা মো. জাকির হোসেন বাবু।

তিনি জানান, ভাষা সৈনিক আব্দুল মোতালেব খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আরো জানান, সোমবার বাদ যোহর বাহিরগোলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

সদর উপজেলার রাণীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে ১৯৩০ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন আব্দুল মোতালেব খান।

১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৫২’র ২১ ফেব্রুয়ারি তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলে নেতৃত্ব দেন। ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। একমাস জেল খাটার পর জামিন মুক্ত হন তিনি। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয় পাকিস্তানী সামরিক সরকার।

আব্দুল মোতালেব খান সিরাজগঞ্জে প্রথম প্রিন্টিং প্রেসের ব্যবসা শুরু করেন। এছাড়াও তিনি ১৯৯২ সালে সাপ্তাহিক হিন্দোল পত্রিকা সম্পাদনা শুরু করেন।

তিনি সিরাজগঞ্জ জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কবি, সাহিত্যিক, লেখক, সৈনিক, সাংবাদিক, প্রবীণ রাজনীতিবিদ ও চিকিৎসক হিসেবে তিনি সিরাজগঞ্জে বিশেষভাবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।