ঢাকা: সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাহমুদা আক্তার জলি (২৬) নামে আরও এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিনজন মারা গেল।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৯টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৩০ ভাগ বার্ন হয়েছিল বলে ঢামেক সূত্রে জানা গেছে।
মৃত মাহমুদা সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আলী আকবরের মেয়ে।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ নভেম্বব মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
এতে কারখানার অন্তত ৩৬ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢামেক বার্ন ইউনিটে ২১ জন ভর্তি হয়।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজেডএস/এসএইচ