বরিশাল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে দস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ এর বরিশালের রূপাতলীর প্রধান কার্যালয়ে এ আত্মসমর্পণ আনুষ্ঠিত হয়।
আত্মসমর্পণকারীরা হলেন- কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুর ইসলাম (৩২), শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. রবিউল ইসলাম (২৫), মো. ওসমান গনি (৩৩), মো. রফিকুল গাজী (৩৩), মো. ইয়াছিন আলি গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মো. মজিবর রহমান (৩৮) ও মো. কালাম (৩৫)। এদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে।
আত্মসমর্পণকালে দস্যুরা ৬টি বিদেশি একনালা বন্দুক, ৪টি বিদেশি দোনালা বন্দুক, ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৬টি সাটারগান, ২টি এয়ারগান, ২টি শুটারগান এবং কাটা রাইফেলসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং সব রকম অস্ত্রের ১০০৩ রাউন্ড গোলাবারুদ জমা দেন।
আত্মসমর্পণ আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, ৠাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এতে সভাপতিত্ব করেন ৠাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদ।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএস/আরএ