ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
সোমবার (২৮ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল অফিসার ক্যাপ্টেন ফজলুল মাহমুদ চৌধুরীকে প্রধান করে চার সদস্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হানিফ ও নিরঞ্জন রায়।
অন্য কমিটিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দু’টি কমিটিকেই ১ ডিসেম্বরের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিবেদন পাওয়ার পর কেউ দোষী থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত ইঞ্জিনে ফুয়েল প্রেসার কমে গেলে নিকটস্থ এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআইএইচ/এসএইচ