ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জে এক শিক্ষকসহ দু’জনের নিহতের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক তদন্ত কমিটি দু’টি গঠন করে।
তবে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানায় জেলা ও উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ খানকে। এ কমিটির অন্য দু’সদস্য হলেন- কোতোয়ালী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) নূরে আলমকে।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে এবং পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ খান ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার নূরে আলম।
এদিকে, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে জানান, পুলিশের কর্তব্য পালনে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫শ’ জনকে আসামি করে রোববার (২৭ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রোববার (২৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংর্ঘষ হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয়ের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
এসব ঘটনায় আহত হয়ে আবুল কালাম (৫৫) নামে ওই কলেজের এক শিক্ষক মারা যান। আর ধাওয়া পাল্টা-ধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামে অপর এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হন শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএএএম/জেডএস