ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভা

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভ‍া অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভ‍া অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) হারুণ অর রশিদ।

এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার, সুনামগঞ্জ বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, লেগুনা হিউম্যান হলার মালিক গ্রুপের সাবেক সভাপতি রওনক বখত, জেলা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় যানবাহনের মালিক শ্রমিক নেতা ও বিভিন্ন যানবাহনের চালকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, সড়ক দ‍ুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। ঝুঁকিপূর্ণ সড়কে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করে পথচারীদের সড়ক পারাপারে ব্যবস্থা করতে হবে। ট্রাফিক আইন মেনে চালকদের গাড়ি চালাতে হবে ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।